গতকাল আইএস এলে চেন্নাইয়িন এফসি হারালো জামশেদপুর কে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  ভালস্কিসের  গোল  ও বাঁচাতে পারলো  জামশেদপুর কে আইএসএলে  হারের হাথ থেকে ।গতকাল  গোয়ার  মাঠে আইএস এল  লীগের  খেলাতে গতবারের রানার্স  আপ  চেন্নাইয়িন এফসি  ২-১ গোলে  হারালো জামশেদপুর এফসি কে । প্রথম গোলটি করেন ভারতীয় দলের  মিডফিল্ডারঅনিরুদ্ধ থাপা  একটি দুরন্ত ভলিতে ।অনিরুদ্ধ থাপা  ও ইসমাইল  গঞ্জাল্ভেজের যুগলবন্দী চেন্নাই কে জিততে  সাহায্য করে । দ্বিতীয় গোলটি করেন  ইসমা ।