গতকাল দার্জিলিংয়ে সভা করলেন বিমল গুরুং

গতকাল দার্জিলিংয়ে  প্রায় ৩.৫ বছর পরে সভা করলেন বিমল গুরুং । চক  বাজার এলাকার মোটর স্ট্যান্ডে  এই দিনের সভা তে ভালোই ভিড় হয়েছিল ।মঞ্চ থেকে এই দিন তিনি অমিত শাহ ও বিজেপি দল  কে আক্রমণ করে  বলেন ,তারা এই ৩.৬ বছর আমাদের আশ্বাস ছাড়া  কিছুই দেননি ,১৫ দিনের মধ্যে অনিক থাপা  ও বিনয় তামাংদের পাহাড় ছেড়ে  দেয়ার  হুঁশিয়ারি ও দেন ,তিনি  বলেন তৃণমূলের হাত  দিয়েছি  বিজেপি কে শিক্ষা  দেব ।