বীরভূমের বকতুই কাণ্ড উপপ্রধান ভাদু শেইখ ও ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুন ।নদিয়ার গণধর্ষণে নাবালিকার মৃত্যু ,মালদহের কালিয়াচকে ধর্মান্তকরণ ,শিক্ষা ক্ষেত্রে চারিদিকে দুর্নীতি ।এই বিগত কয়েক মাসে ঢেউয়ের মত একের পর একমামলা এসে পড়েছে সিবিআইয়ের কাছে ।সঙ্গে সংযোগ হয়েছে হেরিটেজ সংক্রান্ত কেসে কলকাতা প্রাক্তন মেয়রের জড়িত থাকা ,চিত্র শিল্পীশুভা প্রশন্ন এবং হেরিটেজ কমিটির প্রধান হিসাবে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ,এই সব বিষয় সামলাতে কলকাতা তে সিবিআই কর্তাদের নিয়ে বৈঠক করেন অজয় ভাটনাগর ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...