গতকাল বেহালা পশ্চিম কেন্দ্রে মিঠুন চক্রবর্তীর রোড শো তে অনুমতি দেয়নি রাজ্য পুলিশ এর পরে বিজেপি কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করেন এবং বিক্ষোভ দেখান শ্রাবন্তীর চ্যাটার্জির নেতৃত্বে ,এর পরে পুলিশের অনুমতি ছাড়া শ্রাবন্তী নিজেএকাই রোড শো করেন পুলিশের অনুমতি ছাড়া ।তার পরে পর্ণশ্রী থানাতে এফআইআর দায়ের করেছে পুলিশ শ্রাবন্তী এবং কয়েকজন বিজেপি কর্মীর নামে জামিন অযোগ্য ধারাতে ,কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ।