গতকাল পার্কস্ট্রিটে উৎসব মুখী জনতার করোনা কে বুড়োআঙ্গুল

গতকাল সন্ধ্যার পরে পার্ক স্ট্রিট ইকো পার্ক ,নিকো পার্ক ,সিটি সেন্টারের মত এলাকাতে ও ভিআইপি রোডেদক্ষিণদাঁড়িতে চলা কার্ণিভ্যালে প্রচুর মানুষের ঢল ছিল ।কিন্তু করোনা সতর্ক বিধি মেনে মাস্ক পরা তো দূরের কথা দূরত্ব বিধি মানা বা সাফ সু্ত্র হয়ে খাওয়ার চেষ্টাও চোখে পড়লো না । জনগণ কে করোনা নিয়ে জিজ্ঞেস করতে শুনতে হলো ব্যঙ্গ ,”এক সময় ছিল চীনের নেতা আমার নেতা আর এখন হলো চীনের ভয় আমার ও ভয় ,করোনা নিয়ে ভাবতে গেলে যীশুর জন্মদিনের পরে ভাববো “।