গতকাল পূর্ণাঙ্গ রূপে উদ্বোধন হলো পিজির স্পোর্টস মেডিসিন বিভাগের

খেলোয়াড়দের চোট ও শারীরিক আঘাত সারাতে ,এস এস কে এমএ পূর্ণাঙ্গ স্পোর্টস মেডিসিন বিভাগটির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ।ওই খানে তৈরি হয়েছে হাইড্রো থেরাপি ইউনিট ,যেইখানে সুইমার রা স্রোতের বিপরীতে সাঁতরে গেলে যে আঘাত তার থেকে মুক্তি পাবে ।গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী ও বেশ কিছু ফুটবল কোচ ।আন্টি গ্রাভিটির ট্রেড মিল যন্ত্র ।