গতকাল বীরভূম নেতাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সুকন্যার খোঁজ খবর রাখার নিদান দিলেন

গতকাল বীরভূমের স্থানীয় নেতা নেত্রীদের নিয়ে ,বৈঠক করার সময় দলনেত্রী মমতা ব্যানার্জি অনুব্রতের কন্যা কে দেখে রাখার নির্দেশ দেন নেতাদের ।তিনি বলেন কেষ্ট এখন জেলে রয়েছে তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস ,মেয়েটা একা আছে ,তবে এরআগেও তিনি অনুব্রত নিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছেন ।