গতকাল রাজ্যের পশ্চিম অঞ্চলে ভোট গ্রহণ কেন্দ্রের আশে পাশে খাবার বিলি করা হলো ভোটারদের

গতকাল  পুরুলিয়ার বান্দোয়ান ,ঝাড়গ্রামের গোপীবল্লবপুর কেন্দ্রের শালবনিতে  এবং বাঁকুড়ার  বিভিন্ন ভোট কেন্দ্রের আসে পাশে সিপিএম তৃণমূল ও বিজেপি  সব দলের ভোটারদের  একটু আরাম দিতে মুড়ি ছোলা ,গুড় বোডে  চপ ,ঠান্ডা পানীয় জল এবং পাউরুটি বিলির ব্যবস্থা করেছিল । পুরুলিয়ার বান্দোয়ানে  গঙ্গা মান্না  বুথে ভোট দিয়ে যাওয়ার সময় তিনটি  শিবির থেকেই  খাওয়া নিয়ে যাচ্ছিলো ,জিজ্ঞেস করলে বললো একটা আমি খাবো বাকিটা  বিলি করবো।সব দল  থেকে নিলাম না হলে চিন্নিত হয়ে যাবো ।