গতকাল রানাঘাট ,বসিরহাট ও দমদমে জনসভা থেকে জনতা কে ব্যালটে জবাব দেওয়ার ডাক তৃণমূল সুপ্রিমোর

গতকাল  তৃণমূল সুপ্রিমো  রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার করেন রানাঘাট বসিরহাট  ও দমদমে । প্রতিটি জনসভা থেকে তিনি ডাক দিয়েছেন ভোটার দের  উদ্দেশ্যে  যে আপনারা  শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে  দিন । তিনি প্রধানমন্ত্রী  মোদী ও অমিত শাহ কে তীব্র আক্রমণ করে বলেন ,যে চতুর্থ দফা  ভোট  হওয়ার পরে তারা এতটাই এগিয়ে গিয়েছেন তাহলে দিল্লি  থেকে ডেইলি  প্যাসেঞ্জারি করে কি লাভ ।