গতকাল শহরে অনুষ্ঠিত হলো দুটি সাহিত্য উৎসব

On: Saturday, November 23, 2019 12:24 PM

 

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  শুক্রবার বিকেলে  জোড়া  সাঁকো  ঠাকুরবাড়ির প্রাঞ্জনে  তিনদিনের  বাংলা সাহিত্যের উদ্বোধন করলেন  কবি শঙ্খ  ঘোষ । সেই খানে ওই ঠাকুরবাড়িতে  অনুষ্ঠিত হলো  রথীন্দ্র  মঞ্চে দেশি বিদেশী কবিদের  নিয়ে চেয়ার  পোয়েট্রি উৎসব । ওই উৎসবের  উদ্বোধন করেন উড়িয়া  কবি  প্রতিভা রায় । উল্লেখ্য আগামী রবিবার সন্ধ্যায় গঙ্গা  বক্সে  ৮টি ভাষার কবিতার  উদজ্ঞাপন উৎসবের শেষ দিন ।