গতকাল কলকাতা শহর দেখলো ট্রামের সার্ধশতবর্ষ উপলক্ষে পুরোনো ট্রামের প্যারেড ।গড়িয়াহাট ডিপো তে ভিড় করে মানুষ প্যারেড অংশগ্রহণ করা ট্রাম গুলি দেখতে থাকে ।১৯১৮ শাল থেকে তৈরি বিভিন্ন ট্রামগুলিকে নিয়ে দিন প্যারেড হয় গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং এস্প্ল্যান্ডেড থেকে শ্যামবাজার থেকে আবারো এসপ্ল্যানেড ।সপ্তাহ ধরে ট্রাম কর্মীরা লাগাতার কাজ করে ট্রাম গুলিকে রাস্তায় নামানোর উপযোগী করে তোলেন ,প্ল্যাকার্ড ফেস্টুনে সুসজ্জ্যিৎ করা হয় ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...