গতকাল কলকাতা শহর দেখলো ট্রামের সার্ধশতবর্ষ উপলক্ষে পুরোনো ট্রামের প্যারেড ।গড়িয়াহাট ডিপো তে ভিড় করে মানুষ প্যারেড অংশগ্রহণ করা ট্রাম গুলি দেখতে থাকে ।১৯১৮ শাল থেকে তৈরি বিভিন্ন ট্রামগুলিকে নিয়ে দিন প্যারেড হয় গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং এস্প্ল্যান্ডেড থেকে শ্যামবাজার থেকে আবারো এসপ্ল্যানেড ।সপ্তাহ ধরে ট্রাম কর্মীরা লাগাতার কাজ করে ট্রাম গুলিকে রাস্তায় নামানোর উপযোগী করে তোলেন ,প্ল্যাকার্ড ফেস্টুনে সুসজ্জ্যিৎ করা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...