গতবারের মত এ বার ও বিকল্প পৌষ মেলা শুরু হচ্ছে আগামী ২৩ সে ডিসেম্বর অথবা ৭ ই পৌষ থেকে । এই মেলা চলবে ৬ দিন । প্রতি দিন সকাল ১০ টা থেকে রাত ১০টা অব্দি মেলা চলবে । ডাক বাংলোর যে মাঠ আছে তার ৫ টি অংশে এই মেলা হবে ।সরকারি প্রদর্শনী থেকে শুরু করে দোকান পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই থাকবে আর নিয়ম বিধি ৮ পৌষ ,বাজি পোড়ানোর উৎসব ও হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...