গতবারের মত এইবার ও বিকল্প পৌষ মেলা শুরু হবে ৭ পৌষ

গতবারের মত এ বার ও বিকল্প পৌষ মেলা শুরু হচ্ছে আগামী ২৩ সে ডিসেম্বর অথবা ৭ ই পৌষ থেকে । এই মেলা চলবে ৬ দিন । প্রতি দিন সকাল ১০ টা থেকে রাত ১০টা অব্দি মেলা চলবে । ডাক বাংলোর যে মাঠ আছে তার ৫ টি অংশে এই মেলা হবে ।সরকারি প্রদর্শনী থেকে শুরু করে দোকান পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই থাকবে আর নিয়ম বিধি ৮ পৌষ ,বাজি পোড়ানোর উৎসব ও হবে ।