গতিতে নিয়ন্ত্রণ নেই বাড়ছে দুর্ঘটনা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাস্তা চওড়া হয়েছে এবং যানবাহনের গতি বেড়েছে।বুধবার মাদারীহাট থানার ছেকামারিতে দুপুরে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় দুই বাইক আরোহী আহত হন। এশিয়ান হাইওয়েতে মাদারীহাট থেকে এথেলবাড়ি এই ২০ কিমি রাস্তায় গত ৩৪ মাসে ৬০জনের মৃত্যু হয়েছে। গত ২ মাসে পুলিশ বিনা হেলমেট আরোহীর বিরুদ্ধে সাড়ে চার হাজার কেস দিয়েছে কিন্তু মানুষের সচেতনতার অভাবে অবস্থার উন্নতি নেই।