গনেশ কে কত নামে ডাকা হয় এবং কি ভাবে পূজিত হয়

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গনেশ  কে বিভিন্ন রাজ্যে , বিভিন্ন ভাষায়  ,বিভিন্ন নামে  ডাকা  হয় । তামিল নাড়ু  তে বলা  হয় পিল্লাইয়ার , ভিগনেশ্বর  যানইমু গতবন । উত্তর ভারতে  তাকে ডাকা  হয়  বিনায়ক ,গণপতি ,গজপতি এবং একদন্ত  নামে । এই ছাড়া  ভারতবর্ষের  বাইরে  শ্রীলঙ্কা  এবং নেপালেও  এবং তার  সঙ্গে সঙ্গে ইউরোপ ,মালায়শিয়া ,ক্যানাডা  অস্ট্রেলিয়া ,ত্রিনিদাদ ও টোবাগো  গুয়ানা  ,সুরিনাম ,ফিজি,মৌরিসাস ,দক্ষিণ আফ্রিকা  এবং ক্যারিবিয়ান  দ্বীপপুঞ্জে  তিনি পূজিত হন ।