খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গনেশের পূজায় নৈবিদ্য হিসাবে প্রসাদামও ও মোডাকা জাতীয় মিষ্টি অন্তর্ভুক্ত করার কারণ হলো এটি গনেশের প্রিয় বলে বিশ্বাস করা হয় । ১০ দিন ব্যাপী এই পুজো অনুষ্ঠিত হলে ,কোথাও কোথাও দুইদিনের মধ্যে এই পুজোকে শেষ করা নদী অথবা সমুদ্রে নিমজিত করা হয় । তার কারণ হিন্দু দের বিশ্বাস মাটির তৈরী প্রতিমা জলে দ্রবীভূত হয়ে কৈলাশে পার্বতী ও শিবের কাছে গনেশ ফিরে যান ।