খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গনেশ চতুর্থী অথবা গনেশ উৎসব হচ্ছে হিন্দু দেবতা গনেশের বাৎসরিক পুজো উৎসব । শিব ও পার্বতী পুত্র গজানন হিন্দু দের বুদ্ধি ,সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা । হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গনেশ যে এই দিন গনেশ তাদের ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন । সংস্কৃত ,কন্নড় ,তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী অথবা বিনায়ক ছবিতি নামে পরিচিত ।