খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ক্রিকেটের পরিভাষাতে চায়ের ভূমিকা পিচ পরীক্ষকের মত । খেলা শুরু হওয়ার আগে ক্রিকেটের পিচ পরীক্ষক ,পিচ পরীক্ষা করে সংকেত দিলে তবেই খেলা শুরু হয় । তেমন ই সারা দিনটা শুরু হয় দার্জিলিং সমৃদ্ধ বেড টি দিয়ে । সপ্তমীর সকালে তো এই চায়ের তুলনাই মেলে না । ভোরে প্রাতরাশের আগে হাত মুখ ধুয়ে হালকা গোলাপি রঙের গরম চা না পান করলে পুজোর মেজাজ টাই তৈরী হয় না ,আর প্রাতরাশের পরে বাকি এক কাপ চা বাকি ঘাটতিতে তা পূরণ করে দেয় ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...