গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে আব্দুল লতিফের ,সিবিআই তার চার্জশিটের উল্লেখ করেছে গরুপাচারের ফুলে ফেঁপে ওঠা গরুপাচারে লতিফের মত ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি টাকা প্রভাবশালীদের কাছে গিয়েছে ।লতিফের নাম উঠে এসেছে এনামুল ও সেগল হোসেন দুইজনের কাছ থেকে সিবিআই হন্যে হয়ে খুঁজছে খুব সম্ভবত বাংলাদেশে পালিয়ে যাওয়া ব্যবসায়ী লতিফ কে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...