খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১লা জুন থেকে ২০ শে জুলাই পর্যন্ত্য বর্ষার ঘাটতি তথ্য যাচাই করলে দেখা যায় দক্ষিণ বঙ্গের গাঙ্গেয় উপত্যকায় বর্ষার ঘাটতি এসে দাঁড়িয়ে ৫২ শতাংশএ । এর আগে রয়েছে সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা ( ঘাটতি ৬৪ শতাংশ) । এমনকি ম্রু অধ্যুষিত রাজস্থানেও বর্ষার ঘাটতি ৪৭ শতাংশ। তবে উত্তর বঙ্গে অতি বৃষ্টির ফলে সামগ্রিক বঙ্গে বর্ষার ঘাটতি এখন ৩৬ শতাংশে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...