গাঙ্গেয় বঙ্গে বর্ষায় ঘাটতি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১লা  জুন  থেকে  ২০  শে   জুলাই  পর্যন্ত্য  বর্ষার  ঘাটতি  তথ্য  যাচাই  করলে  দেখা  যায়  দক্ষিণ  বঙ্গের  গাঙ্গেয়  উপত্যকায়  বর্ষার  ঘাটতি  এসে  দাঁড়িয়ে  ৫২  শতাংশএ  ।  এর  আগে   রয়েছে  সৌরাষ্ট্র  ও  কচ্ছ  এলাকা ( ঘাটতি ৬৪  শতাংশ) ।  এমনকি  ম্রু  অধ্যুষিত  রাজস্থানেও  বর্ষার  ঘাটতি  ৪৭  শতাংশ।   তবে উত্তর  বঙ্গে   অতি   বৃষ্টির  ফলে  সামগ্রিক  বঙ্গে  বর্ষার  ঘাটতি  এখন  ৩৬  শতাংশে।