আলিপুর আবহাওয়া দফতর সূত্রের গণেশ কুমার দাস গতকাল জানান , আজ শনিবার থেকে গাঙ্গেয় বঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে ।উল্লেখ করা যায় যে এই বার গাঙ্গেয় বঙ্গে বর্ষা বেশ দুর্বল ।মাঝে মধ্যে বৃষ্টি হলেও তার বর্ষার অবিরল ধারার সঙ্গে তুলনীয় নয় ।মৌসম ভবনের হিসাবে ১ লা জুন থেকে ২৮ সে জুলাই অব্দি গাঙ্গেয় বঙ্গে স্বাবাভিকের তুলনাতে ৪০% কম বৃষ্টি হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...