খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:স্বদেশী বস্তু গ্রহণ ও বিদেশী বস্তু বর্জন এই নীতিটি অসহযোগ আন্দোলনের প্রধান ভিত্তি তিনি সকল ভারতীয় নারী ও পুরুষকে ব্রিটিশ পোশাকের বদলে খাদি পোশাক পরার জন্য আহবান জানান। এটা ব্যপক সারা ফেলে । কিন্তু এই জনপ্রিয় আন্দোলন কর্মে সহিংস আন্দোলনে রূপান্তরিত হওয়ায় ফলে তিনি উত্তর প্রদেশের ” চৌরি চৌরায় ” এক রকম অপ্রত্যশিত ভাবে এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন।