গান্ধীজী ও সত্য সন্ধান

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:মোহন  দাস  করম   চাঁদ   গান্ধী  তার  জীবনকে  সত্য  অনুসন্ধ্যানের  উদ্দেশ্যে  উৎসর্গ  করেছিলেন। তিনি   নিজের  ভুল থেকে  শিক্ষা   ,নিয়ে   এবং  নিজের  উপর  পরীক্ষা  নিরীক্ষা  চালিয়ে  তা  অর্জন  করেছিলেন।  তিনি  তার  আত্ম  জীবনীর  নাম   ;দিয়েছিলেন  ”  দি  স্টোরি  অফ  মাই  এক্সপেরিমেন্টস   উইথ   ট্রুথ ”   যার অর্থ  সত্য  কে  নিয়ে   আমার নিরীক্ষা  গল্প।  গান্ধীজি   বলেন তার  সবচেয়ে  গুরুত্বপূর্ণ  যুদ্ধ  ছিল  নিজের  ভয়,  অন্ধকার  , ও  নিরাপত্তাহীনতা  কে  কাটিয়ে  ওঠা ,  গান্ধীর  জীবনী  হল ” সত্যই  ঈশ্বর ”।