খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গ্রেটার নয়ডা তে অটো এক্সপো মেলা ২০২০ তে উদ্যোক্তাদের দেয়া তথ্য অনুযায়ী দর্শক এসেছিলেন প্রায় ৭০,০০০রের মত ।উদ্যোগটা দের আশা শনিবার ও রবিবার দর্শকদের সংখ্যা ১ লক্ষ্য করে ছাড়াবে । নতুন গাড়ি ও ভবিষ্যতের গাড়ি মিলিয়ে ৭০ টি গাড়ির প্রদর্শন করছে বিভিন্ন সংস্থা ।পেট্রল ও ডিজেলের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নিয়েও ভাবনা চিন্তা চলছে ।