আবার হাতির হামলা। রবিবার এক কৃষকের জমির পুরো ফসল খেয়ে শেষ করেছিল। সোমবার রাতে দুটি হাতি মধু চা বাগান ও সংলগ্ন অঞ্চলে আবার হামলা করে।প্রথমে তারা একটি আটা কলে যায়। সেখানে মজুত থাকা আটা ,গম, ভুট্টা সব খেয়ে ফেলে। তারপর মধু চা বাগানে এক শ্রমিকের বাড়ি ভেঙে ফেলে এবং একটি প্রাথমিক স্কুলের সীমানা প্রাচীর ভেঙে দেয় । এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে হাতি দুটি জঙ্গলে ফিরে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...