গোর্খা জনমুক্তি মোর্চা (বিনয়পন্থীরা ) পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণ করলেন

আজকে বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেন । কার্শিয়াং থেকে প্রার্থী করা হলো ১) শেরি লামং কালিম্পঙ থেকে প্রার্থী করা হলো ২) রুডেন সাদা লেপ্চা ৩) দার্জিলিং থেকে প্রার্থী করা হলো -কেশব রাজ্ পোখরা ।এখন দেখারবিমল গুরুং পন্থীরা এই তিনটি আসনে প্রার্থী দেন কিনা । রাজনৈতিক মহল বলছে বিমল গুরুং পন্থীরা অবশ্যই প্রার্থী দেবেন ,তবে নির্দলহিসাবে ।