আজকে বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেন । কার্শিয়াং থেকে প্রার্থী করা হলো ১) শেরি লামং কালিম্পঙ থেকে প্রার্থী করা হলো ২) রুডেন সাদা লেপ্চা ৩) দার্জিলিং থেকে প্রার্থী করা হলো -কেশব রাজ্ পোখরা ।এখন দেখারবিমল গুরুং পন্থীরা এই তিনটি আসনে প্রার্থী দেন কিনা । রাজনৈতিক মহল বলছে বিমল গুরুং পন্থীরা অবশ্যই প্রার্থী দেবেন ,তবে নির্দলহিসাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...