আজকে বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেন । কার্শিয়াং থেকে প্রার্থী করা হলো ১) শেরি লামং কালিম্পঙ থেকে প্রার্থী করা হলো ২) রুডেন সাদা লেপ্চা ৩) দার্জিলিং থেকে প্রার্থী করা হলো -কেশব রাজ্ পোখরা ।এখন দেখারবিমল গুরুং পন্থীরা এই তিনটি আসনে প্রার্থী দেন কিনা । রাজনৈতিক মহল বলছে বিমল গুরুং পন্থীরা অবশ্যই প্রার্থী দেবেন ,তবে নির্দলহিসাবে ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...