করোনার দুটি ঢেউর পর তৃতীয় ঢেউ আসন্ন। এর ওপর পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম রেকর্ড করেছে। কদিন আগে গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে কলকাতায় গিয়ে দাঁড়িয়েছে ৮৮৬ টাকা। এই নিয়ে কেন্দ্র সমালোচনার মুখে পড়েছে বিরোধীদের। বহু জায়গায় মানুষকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। অনেকে গ্যাসের পরিবর্তে কয়লা ব্যবহার আরম্ভ করেছেন। গ্যাসের ভর্তুকি কমে এখন ১৯.৫৭ টাকা। কিন্তু অনেকেই তা পান না।