খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এক সময় চপ শিল্প নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন আর আজ সেই কথা সার্থক করলো ঘাটালের তেলে ভাজার দোকানের মালকিন ঝর্ণা দাশ । ঘাটালের দেব তৃণমূলের নেতা নেতৃত্ব দের নিয়ে কর্মী সভা করার সময় তেলে ভাঁজা এবং মুড়ি নিয়ে বসে ঝর্ণা দাশ । দেব মিটিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তেলে ভাঁজা এবং মুড়ি নিয়ে হুড়োহুড়ি পরে যায় দলীয় কর্মী এবং পুলিশ দের মধ্যে ,ঝর্ণা দাশ বলেন এতো দ্রুততার সাথে কখনো আমি তেলেভাজা ভাজিনি এবং এই রকম বিক্রি ও হয়নি ।