মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আজকে নিম্নচাপ ডানা গভীর নিম্নচাপে পরিণত হবে বুধবার সাগরে জন্মাবে ঘূর্ণিঝড় ডানা ।ওমানের দেওয়া এই নামের অর্থ দামি মুক্ত ,জন্ম নেওয়ার পরে ডানা ছুটে আসবে পুরীর উপকূলে সাগরদ্বীপের কাছাকাছি কোনো জায়গায় আছড়ে পড়বে বৃহস্পতিবার গভীর রাতে ,ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ১০০-১১০ সর্বোচ্ছ ১২০।প্রাণ ও সম্পদ হানির আশঙ্কা থেকে সবাই কে সরানো হচ্ছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...