খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুল এর দাপটে শহরের পাইকারী বাজার কোলে মার্কেটে আনাজপতির সরবরাহ ৪০% কম হওয়ায়, তার প্রভাব পড়েছে শহরের সব বাজারে , উত্তর মানিকতলা থেকে দক্ষিণে লেক মার্কেট অথবা কলেজ স্ট্রীট মার্কেটে সবজি পাতির দাম আগুন । ফেডারেশন ও ট্রেডার্স অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক বলেন ” বুলবুল এর প্রভাবে বিভিন্ন জেলার প্রচুর আনাজ নষ্ট হয়েছে। আগামী দিনে আনাজের দাম আরও বাড়বে।