আজকে চতুর্থ দফার ভোটে কলকাতা পুলিশের অধীনস্থ যেইসব থানা আছে,সেই থানা গুলিকে লাল বাজারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে কোনো প্রার্থী যেন আক্রান্ত না হয় সেটা দেখার দায়িত্ব সেই থানা গুলির ।প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে থানার অফিসার দের ।নির্দেশে এও বলা হয়েছে কোনো প্রার্থী বিক্ষোভ অথবা ঘেরাওয়ের মুখে পড়লে সেই প্রার্থীকে বের করে আনতে হবে কলকাতা পুলিশের বাহিনীকে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...