চতুর্থ দফা ভোটে প্রার্থীদের নিরাপত্তা দিতে নির্দেশ থানাগুলিকে

আজকে চতুর্থ দফার ভোটে কলকাতা পুলিশের অধীনস্থ যেইসব থানা আছে,সেই থানা গুলিকে লাল বাজারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে কোনো প্রার্থী যেন আক্রান্ত না হয় সেটা দেখার দায়িত্ব সেই থানা গুলির ।প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে থানার অফিসার দের ।নির্দেশে এও বলা হয়েছে কোনো প্রার্থী বিক্ষোভ অথবা ঘেরাওয়ের মুখে পড়লে সেই প্রার্থীকে বের করে আনতে হবে কলকাতা পুলিশের বাহিনীকে ।