খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে চলতি সপ্তাহের শেষের দিকেই শহরের পারদ নামতে পারে ১৮ ডিগ্রি তে ।গোটা রাজ্য জুড়েই নামতে পারে শীতের আমেজ । আবহাওয়া দফতর জানাচ্ছেন যে রাজ্য জুড়েই পারদ নামতে পারে ৩-৪ ডিগ্রি । কারণ হিসাবে বলা হচ্ছে জম্মু কাশ্মীর ও হিমাচলে তুষার পাতের জেরে রাজ্যে ঢুকেছে উত্তর পশ্চিম ঠান্ডা হাওয়া ,তবে পাকা পাকি ভাবে শীত আসতে এখনো দেরি আছে আজ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি ।