চাপে পরে স্থান বদল

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ঝাড়গ্রামের  কুমুদকুমারী  ইনস্টিটিউশনের  মাঠে  জঙ্গল মহল উৎসবের  আয়োজনের সিদ্ধান্ত  নিয়েছিল  স্থানীয়  প্রশাসন । সম্প্রতি ৩৩লক্ষ্য  টাকা  খরচ  করে ওই মাঠের সংস্কার  করেছিল সরকার । তার  পরে ঐখানে উৎসব  হবে শুনে  তার  বিরোধিতায়  নেমেছিল  কুমুদ কুমারী  ইনস্টিটিউশনের প্রাক্তনীরা । তাদের  আন্দোলনের  মুখে পরে ঝাড়গ্রামের  জেলা শাসক  জানান  বিকল্প জায়গায় হিসাবে  তিনটি মাঠ দেখা  হয়েছে  সিদ্ধান্ত নেবে উর্ধতন    আধিকারিক রা ।