চার পুরনিগমের ভোট প্রহসনে পরিণত -বললেন রাজ্য বিজেপি সভাপতি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  আজকে বিকেল ৫ টা ৩৬ মিনিটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন চার পুরনিগমে ভোটের নামে প্রহসন হয়েছে ।এই ভোট গণতন্ত্রের সমাধি প্রয়োজনে কমিশনে নয় আমরা আদালতে যাবো চার পুরনিগমের ভোটে হিংসা নিয়ে ।এখনো অব্দি প্রাপ্ত খবর অনুযায়ী আসানসোলে ৭১.৯৮%,বিধাননগরে ৭১.৩২%চন্দননগরে -৭১.০৬% এবং শিলিগুড়িতে ভোট পড়লো -৭৩.৫%।