চালতা বাগান লোহাপট্টি

খবর  ঘণ্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এই বিখ্যাত  সর্বজনীন পুজোটি এইবার ৭৭ বছরে  পদার্পন করলো ,এই বছরের থিম  সোনার  তরী মহাভারতে শান্তির বার্তা বহনকারী  শ্রীকৃষ্ণের শঙ্খের নামে  এইবার  মণ্ডপের নাম  হয়েছে  “পাঞ্চজন্য” সংক্ষতরণি । পালতোলা  নৌকোর আদলে  হচ্ছে এই বারের  পুজো  মণ্ডপ । ৮০ ফুট  লম্বা ও ৪০ ফুট উচ্চতার  মণ্ডপে  থাকবে ,কাটের  উপরে পিতলের  কাজ ।  প্রতিমার রং  হবে সোনালী ।