খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বিখ্যাত সর্বজনীন পুজোটি এইবার ৭৭ বছরে পদার্পন করলো ,এই বছরের থিম সোনার তরী মহাভারতে শান্তির বার্তা বহনকারী শ্রীকৃষ্ণের শঙ্খের নামে এইবার মণ্ডপের নাম হয়েছে “পাঞ্চজন্য” সংক্ষতরণি । পালতোলা নৌকোর আদলে হচ্ছে এই বারের পুজো মণ্ডপ । ৮০ ফুট লম্বা ও ৪০ ফুট উচ্চতার মণ্ডপে থাকবে ,কাটের উপরে পিতলের কাজ । প্রতিমার রং হবে সোনালী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...