চালু হলো গুয়াহাটি কলকাতা রূপসী উড়ান

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বুধবার পরীক্ষামূলক উড়ানের সাফল্যের পর থেকে ফ্লাই বিগ এয়ার সংস্থা গুয়াহাটি ,কলকাতা,রূপসীর মধ্যে নিয়মিত উড়ান চালু করলো ।গতকাল প্রথম উড়ান টি গুয়াহাটি থেকে রূপসী বিমানবন্দরে অবতরণ করেন বেলা ১২ টা ০৭ মিনিটে ২৪জন যাত্রী কে নিয়ে । বিমান বন্দরে উড়ান কে দেওয়া হয় জলকামান সেলামি । ১২ টা ৪০ মিনিটে বিমানটি রূপসী বিমানবন্দর থেকে উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে ।এর ফলে ধুবড়ি ,গোয়ালপাড়া ও কোকরাঝাড় এলাকার মানুষের সাথে কলকাতার যোগাযোগ সহজ হলো ।