নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বুধবার পরীক্ষামূলক উড়ানের সাফল্যের পর থেকে ফ্লাই বিগ এয়ার সংস্থা গুয়াহাটি ,কলকাতা,রূপসীর মধ্যে নিয়মিত উড়ান চালু করলো ।গতকাল প্রথম উড়ান টি গুয়াহাটি থেকে রূপসী বিমানবন্দরে অবতরণ করেন বেলা ১২ টা ০৭ মিনিটে ২৪জন যাত্রী কে নিয়ে । বিমান বন্দরে উড়ান কে দেওয়া হয় জলকামান সেলামি । ১২ টা ৪০ মিনিটে বিমানটি রূপসী বিমানবন্দর থেকে উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে ।এর ফলে ধুবড়ি ,গোয়ালপাড়া ও কোকরাঝাড় এলাকার মানুষের সাথে কলকাতার যোগাযোগ সহজ হলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...