চালু হলো ঝড়ে বিদ্ধস্ত টাওয়ার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সম্প্রতি  রাজ্যে  ঘূর্ণিঝড়  বুলবুলের দাপটে  বিভিন্ন সংস্থার সর্বমোট ২৩৭৩ মোবাইল টাওয়ার  অকেজো  হয়ে পড়েছিল । সংশ্লিষ্ট সংস্থাগুলির  সঙ্গে  কেন্দ্রীয় টেলিকম  দফতরের উদ্যোগে গত ৭ দিন ধরে  প্রাণ পাত  চেষ্টা  করে সেইগুলি আবার চালু করা  হয়েছে বলে জানান রাজ্যের  বিপর্যয় মোকাবিলা দফতর ।