রাজ্যে সব্জির অগ্নিমূল্যে র পরে চালের দাম বাড়াতে নাভিশ্বাস উঠেছে জনতার ।আগে যে চাল পাওয়া যেত ৫৫ টাকা মূল্যে ,তা এখন হয়েছে ৬২ থেকে ৬৫ টাকা । এক লাফে কেজি প্রতি ১০ টাকা দাম বাড়ানো হয়েছে রত্না ,মিনিকিট ,বাঁশ কাঠি ,সহ সব ধরণের চলে ।ব্যবসায়ী রা বলছেন যে মূলত দক্ষিণ বঙ্গে চাল উৎপাদন সঠিকনা হওয়া এবং বর্ষা তে ধান নষ্ট হয়ে যাওয়া তা এর মূল কারণ ।