চিকিৎসকেরা সভা করলেন দূষণ নিয়ন্ত্রণ নিয়ে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সোমবার  শহরের হয়ে গেলো  জাতীয়  দূষণ নিয়ন্ত্রণ  দিবস  উপলক্ষে , বায়ু দূষণ নাগরিকদের শরীরে কি ভাবে প্রভাব ফেলছে  তা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ এবং সভা । চিকিৎসকেরা জানান সব ধরণের মানুষরাই  দূষণের  জেরে ক্ষতিগ্রস্থ  হচ্ছেন ।  সভার  উদ্যোগটা  একটি স্বেচ্ছাসেবী  সংগঠনের পক্ষে  পরিবেশ কর্মী  অজয়  মিত্তল  বলেন । সমবেত  জনমত  গড়ে তুলতে  না পারলে  দূষণের ব্যাপারে  শহরের নাগরিক রাই  ক্ষতিগ্রস্থ হবেন ।