চিতাবাঘ খাঁচায় বন্দি

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :চিতাবাঘ খাঁচায় বন্দি চালসার মাটিয়ালী বাতাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে একটি চিতাবাঘকে খাঁচায় বন্দি করা হয়েছে। খবর পেয়ে বনকর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন । কিছুদিন ধরেই  চিতাবাঘটি মানুষের বাড়ি  হানা দিয়ে ছাগল ,মুরগি নিয়ে গিয়ে  খেয়ে ফেলতো।  গ্রামবাসীদের  মধ্যে এ  নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা জানান এলাকায় আরো চিতাবাঘ আছে। রেঙ্গার সাহেব জানান এটি একটি স্ত্রী চিতাবাঘ। প্রাথমিক চিকিৎসার  পর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।