চেন্নাইয়িন এফসি ২০২০-২১ সালের আই এসএলে পিভিআরের সাথে অংশীদারিত্ব করলো

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১০ নভেম্বর  আগামী ২০২০-২১ মরশুমে  আইএসএল  লীগের জন্য চেন্নাইয়িন এফসি  ক্লাবের অংশীদার হিসাবে ভারতের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেন পিভিআর সিনেমার নাম ঘোষণা করা হলো ।আর বিগত ১০ নভেম্বর থেকে তামিল নাড়ু জুড়ে সিনেমা  প্রেক্ষাগৃহ গুলি আবার খোলা থাকায়  এই ঘোষণা টি সব থেকে উপযুক্ত সময়ে হলো ।