চেন্নাই নর্থ ইস্টের খেলা ড্র

আবার পয়েন্ট নষ্ট করলো চেন্নাই। এবার তাদের প্রতিপক্ষ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। চেন্নাই গতবারের রানার্স। ম্যাচে তাদের আধিপত্য ছিল কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়েছে। তাই জিততে না পেরে পয়েন্ট নষ্ট করল। এই ম্যাচের পর চেন্নাই এর ৫ ম্যাচে ৫ পয়েন্ট এবং নর্থ ইস্টের ৬ ম্যাচে ১০ পয়েন্ট। নর্থ ইস্ট  ও চেন্নাই  টেবিলের যথাক্ৰমে  তৃতীয় ও অষ্টম স্থানে আছে।