চোরাই বাইক উদ্ধার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কয়েকদিন  আগে গোয়ালপোখর থানার সাহাপুরের এক কাপড় ব্যবসায়ীর একটি বাইক চুরি হয়। তিনি থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ও বাইকটি উদ্ধার করে। এর পর জেরা করে ওই ব্যক্তির বাড়ি থেকে চুরি যাওয়া আরো  ৮ টি বাইকের  সন্ধান পায়। তদন্তের  স্বার্থে তাকে পুলিশ  হেপাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।