চোরাচালানে সাতজন গ্রেপ্তার

Young man in handcuffs

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :মেখলিগঞ্জ থানার পুলিশ বুধবার রাতে একটি গাড়ি থেকে ৬৬  বোতল কফ্ সিরাপ উদ্ধার করেছে।এ ব্যাপারে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ৪জন বাংলাদেশি  এবং ১ জ ন ভারতীয় নাম গুনধর রায়। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ৫জনকে আদালত ৭  দিনের জন্য  পুলিশ হেফাজতে  পাঠিয়েছে। এদিনই সন্ধ্যায় কুচলিবাড়ি থানার পুলিশ ও একটি  টোটো থেকে ৪০টি সিঙ্গেল ফেজ মোটর ও ৪০ টি প্লাস্টিক ফ্যান আটক করে। মেখলিগঞ্জ ব্লকে সীমান্তে  কিছু জায়গায় কাঁটা তার না লাগানো থাকায় সেখান দিয়ে চোরাচালানের চেষ্টা করা হয়।