চোলাই মদের ঘাঁটিতে অভিযান

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মঙ্গলবার সকালে বিশাল বাহিনী নিয়ে বাগডোগরা ও নকশালবাড়ি  সার্কলের ও সি রা ধীমান গ্রামে অভিযান চালায়।প্রায় ১০ হাজার লিটার চোলাই তৈরির জিনিষ  ও ৪০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।প্রচুর ড্রাম ,টিন ও  চোলাই  তৈরির জিনিষ ভেঙে গুঁড়িয়ে পাশের বালাসন নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এখানে পুলিশ ও অভিযান চালাতে দ্বিধাবোধ করে। কারণ এখানে সবাই  চোলাই কারবারের সঙ্গে জড়িত। তবে এবার কেউ বাঁধা দেয়  নি।