ছটের উপকরণ এখনো পড়ে নদীর জলে

ছট  পূজো  শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হল। কিন্তু এখনো লাটাগুড়ির  নেওড়া  নদী পরিস্কার করা হয় নি। কলাগাছ ফুল মালা সব জলে ভাসছে এবং দূষণ ছড়াচ্ছে।পুজোর আগে খুব সুন্দর করে ঘাট সাজানো হলেও পূজোর  পর ঠিক উল্টো  জিনিস দেখা যায়। দূষণের ফলে জলজ প্রাণীগুলির অস্তিত্ব বিপন্ন হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন পঞ্চায়েতের তরফে নদীর ঘাট শীঘ্র পরিষ্কার করা হবে।