ছাতুবাবু -লাটুবাবুর দূর্গা পূজা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :উত্তর  কলকাতার  বিডন স্ট্রিটে  লাল  রঙের  বাড়িতে  ১৭৭০ সাল  থেকে স্বর্গীয়  রাম  দুলাল  দেব সরকার  যে দূর্গা  পূজার  আয়োজন করেছিলেন তা তার  পরের পুরুষরা  এখনো অব্যহত  রেখেছেন ,তিনি ছিলেন  তখনকার  কলকাতার একজন স্বনামধন্য  ব্যবসায়ী । তার  ও বাড়ি  লাটু বাবু ও ছাতু বাবুর বাড়ি হিসাবেই বিখ্যাত ।  তার পুত্র আশুতোষ  দেব সরকার ছাতুবাবু  নামে  এবং  ওপর পুত্র  প্রথম লাটুবাবু  নামেই বিখ্যাত ছিল ,এইখানে  মা কে সাজানো  হয়েছিল তৎকালীন  সময়ে  ৯ লাখ  টাকার হার দিয়ে ,মায়ের  সঙ্গে থাকেন তার দুই সঙ্গী  জয়া ও বিজয়া । নুন ছাড়া  তরকারি  ও লুচিতে  মাকে  নৈবদ্য দেয়া  হয় । এই বাড়ির  নাম  “রামদুলাল  নিবাস ” ৬৭ ই  বিডন স্ট্রিট  উত্তর কলকাতা ।