জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে ওঠেছে চন্দননগর

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বিজয়া  দশমীর বিষাদের সুর কাটতে  না কাটতেই আজ  পঞ্চমীর হেমন্তের বিকালে চন্দননগরের  প্রতিটি পুজো মণ্ডপের জগধাত্রী মা  কে বরণ  করে নেয়ার জন্য সাজো  সাজ রব  পরে গিয়েছে ,গঙ্গার পশ্চিম পারে আগামী কয়েক দিন  গোটা  রাজ্য মেতে উঠবে জগদ্ধাত্রী মায়ের বন্দনাতে ।উল্লেখযোগ্য  পুজো গুলি হলো ভদ্রেশ্বর  গৌরহাটির তেঁতুল  তোলার  পুজো এটি এই এলাকার মধ্যে সব থেকে প্রাচীন পুজো এবং এরা  খুব নিয়ম নিষ্ঠা  মেনে  পুজো  করেন , এই  ছাড়া  রয়েছে বাগ বাজার সর্বজনীন এটি ও একটি প্রাচীন পুজো ।