জঙ্গল ছাড়া হবে রেড পান্ডা

A red panda in the treetops

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: প্রায় পনেরো বছর  পর দুর্গাপূজার  আগে খোলা বনাঞ্চলে রেড পান্ডা ছাড়া হবে। একসঙ্গে আটটিকে বনে ছাড়া হবে এবার। দার্জিলিং চিড়িয়াখানায় এখন আটটি রেড পান্ডাকে আত্মরক্ষা ও খাবার সংগ্রহ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  আগামী সপ্তাহে প্রশিক্ষণ শেষ হযে। দিনের বেলায় এরা পাতার আড়ালে লুকিয়ে থাকে। তাই সহজে দেখা যায় না। তবে রাতে উজ্জ্বল চোখের এই প্রাণীটি অনেকেই দেখেছেন।