পাঁচ বছর আগে রাজগঞ্জে দমকলকেন্দ্র নির্মাণ করার জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু এখনো তা তৈরী করা হয় নি। এই এলাকার জমি মাফিয়ারা এই জমি একটি স্কুল কর্তৃপক্ষকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। জমির মালিক জানান যে তিনি জমিটি কিনেছেন। এলাকার বিধায়ক আগামী ৩ রা জুন এ ব্যাপারে প্রশাসনের সকলকে বৈঠকে ডেকেছেন। স্কুলের মালিককেও সমস্ত নথিপত্র সহ বৈঠকে হাজির হতে বলা হয়েছে।
রাজ্য
সল্টলেকের এসএসসি ভবনের সামনে শ্লোগান উঠলো চাকরিহারা শিক্ষক দের
গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই...