জলপ্রকল্প অচল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে একটি চার কোটি  টাকা ব্যয়ে জলপ্রকল্পের কাজ শুরু হয় ৮ বছর  আগে।  ২০১৫ সালে মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন  করেন। . কিন্তু জল সরবরাহ  শুরু হয় ২০১৮ সালে।  কিন্তু লাইন ফেটে যাওয়ায় অনেক জায়গাতেই জল বন্ধ হয়ে যায়। বর্তমানে ৫ টি ট্যাপ  কল ছাড়া  আর জল পাওয়া যায় না। অনেক জায়গায় পাইপলাইন থাকলেও ট্যাপ বসানো হয়নি বলে অভিযোগ।